সেনবাগ সরকারি কলেজ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি ( পাস কোর্স ) পর্যায়ে পাঠদানকারী সেনবাগ উপজেলার একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান । দক্ষিণ পূর্ব বাংলায় অবস্থিত ঐতিহ্যবাহী এই কলেজের আয়তন ৩.১৩ একর । ডা.টি .আই,এম নুরুজ্জামান চৌধুরী (প্রাক্তন এম,এল,এ) ,জনাব আবদুস ছােবান (সাবেক এম.পি) ,জনাব আবদুর রহমান (সাবেক এম.পি) , জনাব কর্ণেল ছাদেক ( অবঃ ব্রিঃ) ,জনাব মলেকুজ্জামান ,জনাব মােলভী দীন ইসলাম ,জনাব ওবায়দুল হোসেন (তাজু) মুখের ঐকান্তিক প্রচেষ্টায় এবং তৎকালীন সার্কেল অফিসার জনাব আনােয়ার উল্যাহর পৃষ্ঠপােষকতায় ১২/১২/১৯৭৬ খ্রি . সেনবাগ কলেজ প্রতিষ্ঠিত হয় । ১৯৭৭ সালের ১ জুলাই বাের্ডের স্বীকৃতির মাধ্যমে সেনবাগের গণ - মানুষের শিক্ষার পথিকৃৎ হিসেবে কলেজটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় । ১৩/০৪/১৯৮৮ খ্রি . সনে কলেজটি ডিগ্রি (পাস) কোর্সের স্বীকৃতি লাভ করে । জনাব টি.আই.এম নুরুজ্জামান চৌধুরী সভাপতি ও জনাব দীন ইসলাম মৌলভী সম্পাদক হিসেবে কলেজের প্রথম পরিচালনা কমিটির দায়ত্বি পালন করেন। প্রথম অধ্যক্ষ হিসেবে নিয়ােগ পান জনাব মাে .কামরুজ্জামান । সেনবাগের তৎকালীন যে কয়েকজন উচ্চ শিক্ষিত ব্যক্তি শিক্ষা সেবায় ব্রতী হয়ে প্রতিষ্ঠাকালীন সময়ে পাঠ দান করেছেন তাদের মধ্যে জনাব এ ,টি ,এম সুফিয়ান কামাল, জনাব মাে.মােস্তফা ,জনাব ওবায়েদ উল্যাহ্ ,জনাব মিয়া হুমায়ন কবির ,জনাব নুরুল ইসলাম ,জনাব আমিরুল ইসলাম ,জনাব মাে.সাহাব উদ্দিন , জনাব হরি গ্রসন্ন মজুমদার অন্যতম । ২৯/০৩/১৯৮৮ খ্রি . কলেজটি জাতীয়করণ করা হয় ।
বর্তমানে সেনবাগ সরকারি কলেজটির রয়েছে পর্যাপ্ত একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম । ০৪ টি বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন , একটি ০৬ তলা ভবনের নির্মাণাধীন আছে । সুপরিসর ০১ টি লাইব্রেরী , ০১ টি প্রশাসনিক ভবন , ০১ টি শিক্ষক মিলনায়তন , একটি সভাকক্ষ , ০১ আইসিটি ল্যাব , ০১ টি মসজিদ , ০১ টি শহীদ মিনার , ০১ টি বড় খেলার মাঠ প্রভৃতি ।